হবিগঞ্জের বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ – ১১ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু সিআইজি দলের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন ও শামীমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে। কৃষকদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। এ সুযোগকে কাজে লাগিয়ে কৃষি বিপ্লবকে ধরে রাখতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সচেষ্ট থাকতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, কংগ্রেস অর্থ মহাসম্মেলন। আজকের সভাটিও তাই। সম্মানীত সিআইজিদের উদ্দেশ্যে বলতে চাই, নতুন নতুন উদ্ভাবনী সৃষ্টি করুন। এ ক্ষেত্রে হলুদ তরমুজের বেশি করে চাষ করা যেতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply