হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ হাজার ৪শ’ ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। গতকাল বুধবার এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরমান ভূঁইয়া। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭শ’ ৭০ ভোট। এ ছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ মোয়াজ্জেম হোসেন (আনারস) পেয়েছেন ২ হাজার ২শ’ ৯৩ ভোট ও ইত্তেহাদ হোসেন মুবিন (ঘোড়া) পেয়েছেন ৫শ’ ৫২ ভোট।
নির্বাচন পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply