বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অভিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাজ্য বিএনপি। গত ১৪ জুন মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে এই বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় যুক্তরাজ্য বিএনপি।
গত মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবী করেন ।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় ও যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর ১০নং ডাউনিং স্ট্রিটে একটি স্মারকলিপি প্রধান করেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ।
সভাপতির বক্তবে এম এ মালিক বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ । রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নিশিরাতের স্বৈরাচারী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দেশনেত্রীকে কারাবন্দী করে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে ।
তিনি বলেন, সরকারি দলের লোক হলে চিকিৎসা সেবা পাবেন, প্রয়োজনে ২৪ ঘন্টার মধ্যে বিদেশ থেকে চার্টার করে চিকিৎসক হাজির করবেন কিন্তু বিরোধী দলের লোক হলে নুন্যতম চিকিৎসা পাবেন না, এই দ্বৈতনীতি দেশে চালু করেছে বর্তমান আওয়ামী বাকশালী সরকার। উন্নত চিকিসার অভাবে বেগম জিয়ার শারিরিক অবস্থার আজ চরম অবনতি, সরকার তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
তিনি অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ উন্নত চিকিৎসা ও নি:শর্ত মুক্তি দাবী করেন।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি্র কথা উল্লেখ করে অনতিবিলম্বে তাঁর বিদেশে উন্নত চিকিৎসা ও নি:শর্ত মুক্তি দাবী করেন। তিনি বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যায়িত করে বলেন, সরকারের দুর্নীতি, ডাকাতি, লুন্ঠন, ধর্ষণ, অত্যাচার নির্যাতনে দেশের মানুষ আজ দিশেহারা।গণতন্ত্র পূনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply