1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে প্রাইভেট কার চাপায় যুবকের মৃত্যু - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

নবীগঞ্জে প্রাইভেট কার চাপায় যুবকের মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • শনিবার, ১১ জুন, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
নবীগঞ্জে প্রাইভেট কার চাপায় যুবকের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার চাপায় হেলাল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদেরকে উদ্ধার করে বাহুবল ও  নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ মে শনিবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মিয়া বাহুবল উপজেলার অমৃতা গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল মিয়া নিজ বাড়ি থেকে ব্যাটারী চালিত ইজিবাইকে বড়চর যাচ্ছিলেন। বড়চর পয়েন্টে এসে ইজিবাইক থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার হেলালকে চাপা দেয়। এ সময় প্রাইভেট কারের পেছনে থাকা গরু বোঝাই একটি পিকআপ ভ্যান হেলালকে বাচাঁতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে মারাত্মকভাবে ধাক্কা খায়।
এ ঘটনায় হেলাল মিয়া ও পিকআপ ভ্যানের চালকসহ ৭জন  গুরুতর আহত হয়। পরে হেলালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD