নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যাগে নবীগঞ্জ মধ্যবাজারে তাপস বনিকের বাসায় বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেবের ৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে ৮ জুন বুধবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিধু ভুষন গোপ,মৃম্ময় কান্তি দাশ বিজন,শিক্ষক সুব্রত দাশ,নরেশ দাশ,রতিশ দাশ,শংকর চন্দ্র গোপ,সজল দেব,প্রদীপ দাশ, দিপন দাশ, নয়ন সরকার,রীনা রানী পাল,তৃষ্ণা বণিক,জয়হরি দেব, হৃদয় শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বসৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব পুজনীয় অর্কদ্যুতি চক্রবর্ত্তী বাবাই দাদার সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশ্বসৎসঙ্গের কার্যক্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের লীলাক্ষেত্র ধাম দেওগড়ে গিয়ে কোটি কোটি মানুষ পাচ্ছেন সকল সমস্যার সমাধান। সবশেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply