1. sm.khakon@gmail.com : bkantho :
গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এ্যাসোসিয়েশন ' ইউকে‘র উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এ্যাসোসিয়েশন ‘ ইউকে‘র উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • সোমবার, ৬ জুন, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এ্যাসোসিয়েশন ' ইউকে‘র উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প

সিলেটের বালুচরে ‘গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এ্যসোসিয়েশন’ ইউকে‘র  উদ্যোগে দিনব্যাপী ফ্রি খতনা ক্যাম্প সফল ভাবে সম্পন্ন হয়েছে। এ্যসোসিয়েশনের সদস্য ও বৃহত্তর বালুচর প্রবাসী কয়েকজন মহতী মানুষের আর্থিক অনুদানে এবং বৃহত্তর বালুচরের মুরব্বীয়ান ও যুব সমাজের  সার্বিক সহযোগিতায় গেল শুক্রবার ৩জুন বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন অসহায়, দরিদ্র শিশু-কিশোরকে ফ্রি খতনা করানো হয়। পাশাপাশি প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে   ঔষুধ  ও লুঙ্গি উপহার হিসেবে  দেয়া হয়।

উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুচরের বিশিষ্ট মুরব্বী ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ শিব্বির আহমদ শিবলী, সমাজসেবী  সিরাজুল ইসলাম, গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক প্রবাসী জালাল উদ্দিন মিন্টু, ফোকাস সামাজিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাশরুর হোসেন চৌধুরী জুয়েল, সিলেট বারের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, সমাজসেবী মোঃ সালাউদ্দিন, সিলেট ছাত্রলীগের সাবেক সভাপতি  সমাজসেবী হিরন মাহমুদ, প্রবাসী ডাঃ সাজমিন আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউ/পি সদস্য শাহ আলম, সমাজসেবী শেখ আলম, স্বেচ্ছাশ্রম সামাজিক সংস্থার সভাপতি কবির উদ্দিন, ফোকাস সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, স্বেচ্ছাশ্রম সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মালেক সুমন, সমাজসেবী মোস্তাক আহমদ ময়নুল,সমাজসেবী  আফজল হুসাইন,আরও উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, হাসান আহমদ রুমেল, রোমান আহমদ,দেলোয়ার হোসেন রুনু, টুটুল চৌধুরী, পাপ্পু আহমেদ, ইমন আহমদ সাজু, বাপ্পি আহমদ-প্রমুখ। এখানে উল্লেখ্য যে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বালুচর এলাকার কয়েকজন উদ্যোমী মানুষের প্রচেষ্টায় গঠিত সংগঠনটি জন্মলগ্ন থেকেই এলাকার উন্নয়ন সহ আর্থ মানবতার কল্যাণে কাজ করে আসছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD