নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে জেলেরা পোনা মাছ ধরে বাজারে বাজারে বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ মৎস্য কর্মকর্তা উপজেলার বিভিন্ন হাট বাজারে ২৬ মে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন।
এতে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজার, গোপলার বাজার, টুকের বাজার, বাংলা বাজার, নবীগঞ্জ বাজার ও আনমনু বাজারে অভিযান পরিচালনা করে ৪০ পাতিল জব্ধ করে টাকি ও শোল মাছের প্রায় ১ কোটি পোনা মাছ জব্ধ করেন। পরে জব্ধকৃত পোনা মাছ জন সম্মূখে কুশিয়ারা নদী সহ অন্যান্য নদীতে অবমুক্ত করেন, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ অভিযান শেষে বলেন, যেখানেই মাছের পোনা বিক্রয় হইবে আমাদের জানাবেন। এ দিকে আমরাও মনিটরিং করছি । পোনা মাছ রক্ষা না করতে পারলে দেশে মাছের সংখ্যা কমে যাবে। তাই এটা সকলে মিলে রক্ষা করতে হবে।
Leave a Reply