1. sm.khakon@gmail.com : bkantho :
হিংসা মানুষের নেকআমল ধ্বংস করে দেয় : জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

হিংসা মানুষের নেকআমল ধ্বংস করে দেয় : জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী

এম এ মজিদ, হবিগঞ্জ
  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
দুধ কলা দিয়ে তাদেরকে আর পোষ মানানো যাচ্ছে না
ফাইল ছবি

হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- হিংসা একটি রোগ। হিংসা রোগে আক্রান্ত মানুষ শুধু ক্ষতিগ্রস্থই হয়।

হিংসার সমচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে মানুষের নেক আমল নষ্ট করে দেয়া। অন্যজনের উন্নতিতে জিদ করা, প্রতিহিংসা পরায়ন হওয়া, অন্যের ভাল দেখলে নিজের খারাপ লাগা এসবই হচ্ছে হিংসা। হিংসাকারীর দোয়া কোনো সময়ই কবুল হয় না।

হিংসা পরিহার করতেই হবে। আজহারী বলেন-পবিত্র রমজান একটি বরকতময় মাস। রমজানের সবচেয়ে বড় বরকত হচ্ছে লাইলাতুল কদর। রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাত্রীতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতুল কদর নসিব করতে সারা রাত ইবাতদ বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। রাসুল (সা) রমজানের শেষ ১০ দিন এতো ইবাতদ করতেন, যা অন্য সময় এর চেয়ে কম করতেন। তিনি কম খেয়ে ইবাদতে মশগুল থাকতেন। বেশি খেলে ক্লান্তি আসতে পারে। আমাদেরও উচিৎ যথাসম্ভব কম খেয়ে ইবাদতে মশগুল থাকা।

আগের যোগের নবী রাসুল ও তাদের উম্মতগন হাজার বছর হায়াত পেতেন। তারা বছরের পর বছর রোযা রাখতেন, ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তেন। রাসুল (সা) কে আল্লাহ এমন নেয়ামত দান করলেন যা আগের যোগের হাজার মাসের চেয়ে এক রাত্রীই সর্বোত্তম।

লাইলাতুল কদরের রাত্রীতে জিব্রাইল আঃ এর নেতৃত্বে অগনিত ফেরেশতা পৃথিবীতে আগমন করেন। তারা ঘরে ঘরে খোজ খবর নিতে থাকেন, কে আল্লাহর বন্দেগী করছে। আল্লাহর বন্দেগী করনেওয়ালা মুসলমানদের জন্য ফেরেশতারা ক্ষমা চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে সেই বান্দাকে ক্ষমা করে দেন। এমন উত্তম রাত্রীকে অবহেলায় অতিবাহিত না করে ইবাদতের মাধ্যমে উদযাপান করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

লেখকঃ সাংবাদিক ও আইনজীবি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD