হবিগঞ্জের বানিয়াচং উপজেলাধীন ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসনের নিমিত্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, ইউপি চেয়াম্যান আহাদ মিয়া, রেহাছ মিয়া, জয় কুমার দাশ, শিক্ষক আবুল মনসুর তুহিন, ফজল উল্লাহ খান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্তিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply