হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব ও নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলার সুনারু হাওড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশারাত জাহান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা প্রশিক্ষন অফিসার আশেক পারভেজ,
বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জয় কুমার দাশ প্রমুখ।
সুনারু গ্রামের যগেশ দাসের জমির ধান কাটার মধ্যদিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। এর পূর্বে স্থানীয় কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply