পাকিস্তানে ক্ষমতার পালাবদলে পাল্টে গেছে সব হিসাবনিকাশ। এই পালাবদলের বদৌলতে আগামী মাসের প্রথম সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরছেন পাকিস্থানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নেতা নওয়াজ শরীফ। দলটির সিনিয়র একজন নেতা এ তথ্য দিয়েছেন বলে খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।
ওই নেতা বলেছেন, ঈদুল ফিতরের পরে আগামী মাসে ফিরতে পারেন নওয়াজ। পাকিস্তানের ঘূর্ণিঝড়ের মতো রাজনৈতিক আবহে তিনি দেশে ফিরলে তাকে অন্যরা কিভাবে নেবেন তা বলা কঠিন। সবেমাত্র অসম্মানজনকভাবে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে ইমরান খানকে। তার সময়েই চিকিৎসার নামে লন্ডনে পাড়ি জমান নওয়াজ শরীফ। নওয়াজ শরীফের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা রয়েছে পাকিস্থানের আদালতে।
লন্ডনে অবস্থানকালে তাকে এসব মামলায় হাজিরা দিতে কয়েকবার সমন পাঠিয়েছে দেশটির আদালত। কিন্তু তিনি আদালতে হাজির হননি বা এর কোন জবাবও দেননি । লন্ডনে তিনি পলাতক রয়েছেন। আদালতে হাজির নাহওয়ার কারণে পাকিস্থান সরকারের পক্ষ থেকে বলা হয়, তিনি দেশে ফিরলেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হবে।
তার ছোটভাই শাহবাজ শরীফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার দলের সিনিয়র ওই সূত্র জানিয়েছেন নওয়াজ শরীফের দেশে ফেরার বিষয়টি জোটের সংসদীয় দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, মে মাসের প্রথম সপ্তাহেই উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।
ইমরান খান সরকার নওয়াজ শরীফের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা করে। ২০১৭ সালের জুলাই মাসে পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করে। তারপরই এসব মামলা দেয়া হয়। ২০১৯ সালে লাহোর হাইকোর্ট তাকে চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করে । তারপর ২০১৯ সালের নভেম্বরে তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন, আর দেশে ফেরেননি। বলা হয়েছে, আল আজিজিয়া মিলস দুর্নীতির মামলা থেকে তাকে জামিন দেয়া হবে। এই মামলায় লাহোরের কোট লাখপাত জেলে সাত বছরের জেল খাটছিলেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply