1. sm.khakon@gmail.com : bkantho :
ফারুক ভালো আছেন, জানালেন স্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

ফারুক ভালো আছেন, জানালেন স্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
ফারুক ভালো আছেন, জানালেন স্ত্রী
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের (৭৩) ‘শারীরিক অবস্থা এখন ভালো’ বলে জানিয়েছে তার পরিবার। রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরের এই হাসপাতালে চিকিৎসা চলছে এ অভিনেতার। শনিবার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকে। এই ধরনের ‘গুজব’ না ছড়াতে সবার প্রতি অনুরোধ করেছেন ফারুকের স্ত্রী ফারহানা।

রোববার সকালে সিঙ্গাপুর থেকে তিনি জানান, ফারুককে এখন হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা ভালো।

সিঙ্গাপুরে নেয়ার পর প্রায় চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দিতে হয়েছিল ফারুককে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেয়া হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের এপ্রিলেও একবার ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়েছিল ফেসবুকে।

নিয়‌মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছরের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। তখন রক্তে সংক্রমণ ধরা পড়লে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD