1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খান কম্বাইন হারভেস্টার এর চাবি হস্তান্তর করছেন। ছবি: বাংলা কণ্ঠ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।”কৃষি বাঁচলে বাচঁবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং হবিগঞ্জ এর উদ্দ্যেগে ২০২১-২০২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের” আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সঞ্জয় কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী,

সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া খান, , ছাত্রলীগ সভাপতি মামুন খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর মজিদ খান বলেন, এক সময় বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের কৃষির পার্থক্য ছিল তারা মেশিনে বসে কৃষি কাজ করত।

কিন্ত এখন আমাদের দেশের কৃষকরাও মেশিনে বসেই কৃষি কাজ করতে পারছেন। কৃষিই একটি দেশের উন্নয়নের অর্থনৈতিক মেরুদণ্ড। কৃষকদের কষ্ট কমিয়ে আনতে নতুন নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমাদের বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। কৃষক ভাইদের বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ দেয়া হচ্ছে।

ফলে কৃষকরা উন্নতির দিকে অগ্রসর হচ্ছেন। তিনি আরো বলেন,বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষককে কৃষি প্রণোদনা ভর্তুকি মূল্যে সার ও কৃষি যন্ত্রাংশ সরবরাহ করা হচ্ছে। এতে কৃষি অর্থনীতি চাঙা হয়।

তিনি কৃষকদের সর্তক করে বলেন, যত তারাতারি সম্ভব ধান কাটতে হবে কারন সুনামগঞ্জের হাওর তলিয়ে গেছে, সুনামগঞ্জ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, এ বছরে বানিয়াচংয়ে ১৫টি কম্বাইন হারভেস্টার,৫টি রিপার, ২টি পাওয়ার থ্রেসার, ৪টি ডায়ার মেশিন, ১টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়। বিতরণকৃত মেশিনের মুল্য ৪ কোটি ৭০ হাজার টাকা , এতে সরকার ৭০ ভাগ ভর্তুকি দিচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD