লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ২৮ মার্চ সোমবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বাংলাদেশ থেকে বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদ এবং নারী ও শিশু নির্যাতন দুর করতে হলে রাষ্ট্রের প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজের সচেতন মহল, শিক্ষক , সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের জনগনকে গনসচেতনতার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সবাই মিলে কাজ করলে সমাজ থেকে এসব দুর করা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সারোয়ার ভুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি,উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহু্ল্ল,মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম, লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply