1. sm.khakon@gmail.com : bkantho :
গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত করে যা বললেন ন্যান্সি - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত করে যা বললেন ন্যান্সি

বিনোদন ডেস্ক
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে
গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত করে যা বললেন ন্যান্সি
গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত করে যা বললেন ন্যান্সি। ছবি: সংগৃহীত

জীবন ও সংসার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।

ওই পোস্টে তিনি ‘তৃতীয় সংসারে ভালো নেই’ এমন ইঙ্গিত দিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। তার ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এর একদিন পরই আরেকটি পোস্ট দিয়ে গণমাধ্যমের দিকে ইঙ্গিত করে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন এই গায়িকা।

শনিবার বিকেল ৩টা ৪মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি লেখেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচল, এই বা কম কি! শুভ দুপুর।’

ধারণা করা হচ্ছে, তার তৃতীয় সংসার নিয়ে শুক্রবারের ফেসবুক পোস্ট থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যান্সি।

এদিকে শুক্রবারের ওই পোস্টের ২৪ ঘণ্টার মাথায় স্বামী গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে গেছেন ন্যান্সি। শনিবার বিকেলে কক্সবাজারের চেকইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

যদিও আগের দিন স্ট্যাটাসে ন্যান্সি লিখেছিলেন, ‌‘বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম।’ বিয়ের সাত মাসে কী কী ঘটেছে-তার ফিরিস্তিও তুলে ধরেন ওই পোস্টে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD