1. sm.khakon@gmail.com : bkantho :
বারাক ওবামা করোনায় সংক্রমিত - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

বারাক ওবামা করোনায় সংক্রমিত

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
করোনায় সংক্রমিত ওবামা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার নিজের টুইটারে এক বার্তায় এই তথ্য জানান প্রথম কৃষ্ণাঙ্গ প্রাক্তন এই প্রেসিডেন্ট।

টুইট বার্তায় তিনি বলেন, কিছুদিন থেকেই তার গলা খুশখুশ করছিলো। তবে এছাড়া তিনি ভালোই আছেন বলে জানান ওবামা।

তবে স্ত্রী মিশেল ওবামা সংক্রমণ মুক্ত রয়েছেন বলে জানান তিনি।

বারাক ওবামা বলেন, ‘মিশেল ও আমি টিকা নিয়েছিলাম এবং বুস্টারও নিয়েছি।’

তিনি বলেন, ‘সংক্রমণ কমা সত্ত্বেও এটি টিকা নেয়ার একটি সতর্কতা যদি আপনি না নিয়ে থাকেন।’

অপরদিকে চিকিৎসকরাও জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট করোনায় সংক্রমিত হলেও তার বিশেষ কোনো উপসর্গ নেই। করোনার সবচেয়ে কম ক্ষতিকর ভ্যারিয়েন্টে তিনি সংক্রমিত হয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সারাবিশ্ব তদারককারী জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার পর্যন্ত দেশটিতে ভাইরাস সংক্রমণে আট কোটি ১১ লাখ ৭৪ হাজার ছয় শ’ ৭৭ জন শনাক্ত হয়েছে এবং নয় লাখ ৯৩ হাজার আট শ’ ১১ জনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।

সূত্র : আনন্দবাজার

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD