
সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থানার এসআই আয়াতুল্লাহ মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, সমবায়ী খালেদ আহমদ, মিন্টু লাল দাশ প্রমুখ। এছাড়া বিভিন্ন অফিসার, সাংবাদিক, ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রথমে নিজে ভালো হোন, তারপর অন্যদের ভালো করার চেষ্টা করুন। প্রতিবেশীর হক আদায় করা, সততা ও ন্যায়ের পথে চলা এসব গুণই একটি সফল সমবায় গঠনের মূল চাবিকাঠি। এছাড়া নিয়মিত সভা করার উপর জোরদেন তিনি। তিনি আরও বলেন, সমবায় হলো ঐক্যের প্রতীক। সবাই যদি নিয়ম মেনে কাজ করে, তাহলে সমবায়ের মাধ্যমে সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় অন্যান্য বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ জনগণ স্বনির্ভর হয়ে উঠছে। কৃষি, মৎস্য, দুগ্ধ উৎপাদনসহ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সমবায়ের ভূমিকা অপরিসীম।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাইদুর রহমান খান। শেষে উপজেলা পর্যায়ে উৎপাদন মুখী শ্রেণিতে শ্রেষ্ঠ সমিতি হিসেবে আড়িয়ামুগুর মৎসজীবী সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply