
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আশঙ্কা প্রকাশ করেছেন যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। সম্প্রতি একটি বেসরকারি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, “জামায়াত এবং আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। জামায়াত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয়। আমরা দেখেছি—ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে; এইবার দেখতে পাচ্ছি জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, “কিন্তু প্রসঙ্গটা আসলে এখানেই—জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। আর বাংলাদেশ ও বাইরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামি চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে।”
এনসিপি নেত্রী মনে করেন, রাজনীতিতে আওয়ামী লীগের কারণেই জামায়াত অনেক বেশি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের কোণঠাসা করেছে এতে জামায়াতের ইন্টারনাল সক্ষমতা বেড়েছে। এটা আওয়ামী লীগেরই একটা প্ল্যান যে জামায়াত যত শক্তিশালী থাকবে আওয়ামী লীগ তত শক্তিশালী থাকবে। এটা তাদের একটা পারস্পরিক বোঝাপড়ার অংশ।”
তিনি আরও বলেন, “জামায়াত এখন আওয়ামী লীগবিরোধী রাজনীতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকে সোচ্চার। আওয়ামী লীগের পক্ষের ভোটটা কোথায় যাবে এটা নিয়ে তারা প্রশ্ন করছে। জামায়াত চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগের ভোটটা যেন তাদের থাকে।”
সামান্তা শারমিন অভিযোগ করেন, “জামায়াত এখানে পুরোপুরি আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছে। জামায়াত নেতারা আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে তাদের বলে আসছেন যে জামায়াত আপনাদের ক্ষতি করবে না। আমরা ক্ষমতায় এলে আপনাদের দেখব।” তিনি আরও উল্লেখ করেন, “সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতা, যারা জেলে আছেন তাদের পক্ষে লড়ছেন জামায়াতের একজন সেলিব্রেটি আইনজীবী।”
তিনি এ আইনজীবীর সমালোচনা করে বলেন, “তিনি এর আগেও কিছু বিতর্কিতদের পক্ষে লড়ছিলেন। এটা টাকার জন্য নাকি রাজনীতি? এ নিয়ে সমালোচনা হলে নানান রকমের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কিন্তু প্রকৃত ব্যাপারটা আসলে হত্যাকারীর পক্ষে দাঁড়ানো। এটা তিনি সামলে ফেলতে পারবেন বলে সাহসও দেখাচ্ছেন!”
Designed by: Sylhet Host BD
Leave a Reply