 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের আমবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান। প্রধান শিক্ষক শাহেনা আক্তার খানমের সভাপতিত্বে ও বানিয়াচং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল আলম ভ্ঞূার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ব্র্যাক কর্মকর্তা মোতালেব আলী প্রমুখ।
এছাড়া বানিয়াচং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার অভ্যাস আমাদের জীবনের অপরিহার্য অংশ। সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধুলে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তারা বিদ্যালয় পর্যায়ে শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে স্কুল শিক্ষার্থী, নারী-পুরুষ ও শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী ও “হাত ধোয়া শেখা” অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply