1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
নবীগঞ্জে  শারদীয় দূর্গাপুজায়  বিভিন্ন  পূজান্ডপ পরিদর্শন করলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নের্তৃবৃন্দ ।  সপ্তমীতিথির পূজা শেযে গত সোমবার দিনব্যাপী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত  ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ,নির্বাহী সদস্য ও বাউসা ইউনিয়ন সভাপতি  শিক্ষক রাখাল চন্দ্র দাশ,নির্বাহী সদস্য শিক্ষক মিহির লাল দাশ,সুব্রত কুমার দাশ,অজিত দাশ,সহ সাংগঠনিক সম্পাদক বিধান পাল।
পরিদর্শনকালে নের্তবৃনন্দ করগাও ইউনিয়নের সাকোয়া সার্বজনীন রাখাল ঠাকুর পূজা মন্ডপের সভাপতি বিধু ভুষন দাশ,শিক্ষক তপন পাল,সাধারণ সম্পাদক  রবীন্দ্র দাশ,অর্থ সম্পাদক বকুল পাল, দূর্গাপুর সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ পুজারীবৃন্দ, মাধবপুর মহাজন বাড়ি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও শিক্ষক পলাশ দাশ,ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত সার্বজনীন পূজা মন্ডপ,ইনাতগঞ্জ আশ্রম সার্বজনীন পূজা মন্ডপ,ইছবপুরে ইনাতগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিনু সুত্রধর,সাধারণ সম্পাদক চন্দন রায় হরি,দিগলবাক ইউনিয়ন সভাপতি নৃপেন্দ্র দেব,সাধারণ সম্পাদক স্বপন সুত্রধর,
আউশকান্দি সনাতন সংঘ পুজা মন্ডপের সভাপতি মিহির আচার্য, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ, দেবপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজল কর, গজনাইপুর ইউনিয়নের  রামলোহ গোপ বাড়ি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি কৃপেশ গোপ,ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অঞ্জন ধর,সাধারণ সম্পাদক জিতেন্দ্র বৈদ্য, সাংগাঠনিক সুবল দেব,ইউনিয়ন পুজা উদয়াপন কমিটির সাধারন সম্পাদক লিটন দেব ,নলসুজা মনডপ, পানিউমদা ইউনিয়ন কমিটির সভাপতি  বুড়িনাও গ্রামের  ব্রজগোপাল রায়ের বাড়ি পুজামন্ডপ,নবীগঞ্জ পৌরসভার গয়াহরি প্রগতি সংঘের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন,সাধান সম্পাদক রবীন্দ্র দাশ সেলাই,
শিবপাশা সন্যাস সংঘের সভাপতি নিরুপম দেব, সাধারণ সম্পাদক  অপু দাশ,অধ্যক্ষ নজির আহমদ,জয়নগর মহাশক্তি সংঘের সভাপতি দিপক পাল,সাধারণ সম্পাদক জয়ন্ত  দেব,তিমিরপর সার্বজনীন পুজা কমিটি,আক্রমপুর লোকনাথ মন্দির সংঘমিত্র পুজা কমিটির সভাপতি সাধন দাশ, সাধারণ সম্পাদক সুজিত পাল,রনজু দাশ,চারু দেব,সেবায়েত গোপাল চক্রবর্তী,গোবিন্দ জিউড় আখড়ায় সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,
যুবদল নেতা আবুল কালাম মিঠু,পুজা  কমিটির সভাপতি অজিত দাশ,সেবায়েত সুদাম বৈষ্ণবসহ পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলার  বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন ঐক্য পরিষদ নবীগঞ্জ  উপজেলা শাখার নের্তবৃন্দ সকল মন্ডপে সুন্দরভাবে পুজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD