হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের পুকুরপাড় ঘিরে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ঘটিকায় উপজেলার হেঙ্গুমিয়ার পাড়া মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে শফিক উল্লার পক্ষ মসজিদের পুকুরপাড়ে বেড়া দিতে গেলে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে শফিক উল্লার পক্ষ ও মহল্লার সর্দার জবান উল্লা ও সাহেদ আলীর পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টা ব্যাপি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে রিয়াত উল্লার পুত্র জাহাঙ্গীর আলম (৫০), ও সামছুল আলম (৫৫), কুটি মিয়ার পুত্র সুহেল মিয়া (৩০), জাহাঙ্গীর আলমের পুত্র রাব্বি মিয়া (২২), আব্দুল জব্বারের পুত্র এলাছ মিয়া (৪৫), এখলাছ মিয়া (৩৫) ও মুক্তাদির মিয়া (৩০), রশিত উল্লার পুত্র শফিক উল্লা (৭৫), পিয়ার আলীর পুত্র আবু মুছা (৩০), শফিক মিয়ার পুত্র আনোয়ার মিয়া (৩৫), ইসরাইল মিয়ার স্ত্রী হনুফা বিগম (৫৫), সিরাজ উল্লার পুত্র মুবারক মিয়া (৪৫), সিরাজ উল্লার পুত্র ধনমিয়া (৩২), আব্দুনুর মিয়ার পুত্র নাসির মিয়া (৪০), আবু হাসন মিয়ার কণ্যা সুমি আক্তার (২৭), এলাছ মিয়ার স্ত্রী মিনু আক্তারকে হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। অন্যান্য আহদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply