বানিয়াচং থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে বানিয়াচং থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকবৃন্দ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক, চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ, থানায় দালালীসহ নানা বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, যুগ্ম-সম্পাদক মখলিছুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, সাংবাদিক ইমরান আহমদ উসমানী, বদরুল আলম আনসারী, তফসির মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রহমান, সেকেন্ড অফিসার আমিনুল হক চৌধুরী। সাংবাদিক নেতৃবৃন্দ তারা বলেন “বানিয়াচং একটি বৃহৎ ও জনবহুল উপজেলা। অপরাধ দমনে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং স্বচ্ছ তদন্ত কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব। আমরা চাই পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতায় বানিয়াচংকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করা হোক।”
নবাগত ওসি মিজানুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সঠিক তথ্য তুলে ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বানিয়াচংকে অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ রাখতে আমি আন্তরিকভাবে কাজ করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অভিযোগ বা তথ্য পেলে সরাসরি আমাকে জানান, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। আমার দায়িত্ব পালনে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না।” তিনি আরও বলেন, “আমি চাই থানায় আগত প্রত্যেকেই ন্যায়বিচার পাবে। জনসেবা ও মানবিক পুলিশিং হবে আমার মূল অঙ্গীকার। সাংবাদিকরা যেন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন, আমরা সেই তথ্য গোপন রেখে দ্রুত ব্যবস্থা নেবো।”তিনি আরও বলেন,
“আমি বানিয়াচং থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করতে চাই। কোনো দালাল বা অযাচিত প্রভাব এখানে চলবে না। থানায় আগত প্রত্যেকেই সরাসরি পুলিশের সেবা পাবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।” মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্বপালনে সকল ভাল কাজে সহযোগিতার আশ্বাস দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply