মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করল বানিয়াচং ইসলামিক সমাজ সেবা ঐক্য পরিষদ ওমান সালালা সামাজিক সংগঠনটি। মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই ব্রতকে ধারণ করে এ সংগঠনটি প্রবাসে মৃত্যুবরনকারী একটি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সংগঠনটির সহযোগিতায় প্রবাসে মৃত্যুর পর কামরুল আলম এর মরদেহ তার পরিবারের কাছে নিয়ে আসা সম্ভব হয়েছে।পরবর্তীতে মৃত কামরুল আলম এর পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করছেন এ সংগঠনটি। ঈদুল আযহার আগের দিন কামরুল আলম এর পরিবারের কাছে নগদ ১লক্ষ টাকা হস্থান্তর করেন বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ ও নকিব ফজলে রকিব মাখন।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, জাসাস বানিয়াচং উপজেলা শাখার সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন, আজমিরীগঞ্জ উপজেলার খাদ্য পরিদর্শক আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ ছাত্রসমাজ এর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক পিয়ানুর আহমেদ হাসান,বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন।
উল্লেখ্য, প্রবাসে মৃতবরনকারী বানিয়াচং ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউপির কালিকাপাড়ার বাসিন্দা কামরুল আলম (৫০) ওমান সালালা সুলতান কাবুজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতদেহ দেশ পাঠানোর প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেন বানিয়াচং প্রবাসী ইসলামিক সমাজ সেবা ঐক্য পরিষদ ওমান সালালাহ এই সামাজিক সংগঠনটি।
মৃত কামরুল আলম এর ডেট সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ তফুর মিয়া এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সহযোগিতায় ছিলেন অর্থ সম্পাদক উজ্জল মিয়া, সহঅর্থ সম্পাদক তোফাজ্জুল হুসেন,সহ সভাপতি মাহমুদ মিয়া, রবিউল জমাদার নুর আল, জুনাইদ,আনারুল, প্রচার সম্পাদক মুবিনসহ আরো অনেকে।
এসময়ও সংগঠনের পক্ষ থেকে মৃত কামরল আলমের পরিবারকে আর্থিকভাবে ৭৪ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি তফুর মিয়া বলেন মৃত কামরুল আলম এর পরিবারকে বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদানের কথা থাকলেও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানা করছে। দ্রæত সময়ের মধ্যে যেন এ টাকাগুলো কামরুল আলম এর পরিবার পায়। এজন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply