
হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে অনলাইনে সরবরাহকৃত পর্চায় জাল স্বাক্ষর ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত মারফত উল্লার পুত্র আব্দুল কুদ্দুস (৬২) ও বানিয়াচং উপজেলার দেওয়ান দীঘির পাড় মহল্লার মৃত সাবলাক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, আটককৃতরা সাধারণ মানুষের কাছ থেকে পর্চা বের করে দেয়ার নামে সরকার নির্ধারিত ১শ’ টাকা ফি’র চেয়ে অনেক বেশি টাকা আদায় করতো। এছাড়া অনলাইন পর্চার আবেদন করে সেটি প্রিন্ট করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে সার্টিফাইড না করিয়ে নিজেরাই জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে সাধারণ মানুষের প্রতারণা করে আসছিল।
বিষয়টি নজরে এলে মঙ্গলবার (০৪ জুন) বিকাল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের সামনে থেকে প্রতারককে আটক করা হয়।এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি কেউ অতিরিক্ত ফি দাবি করলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply