
বানিয়াচংয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এ কর্মসূচির শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত সভার সভাপতি বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি, বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ¦ লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমদ লিটন, ৩নং ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামাতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ২নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিছুর রহমান, শিক্ষার্থী খাইরুল ঠাকুর, রিমন মিয়া প্রমুখ।
এছাড়া বানিয়াচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, সমবায় অফিসার ইকবাল হোসেন, ৪নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন আহমদ, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply