
সোনারগাঁওয়ে বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড পাচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান’র উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁও উপজেলাধীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি, সোনারগাঁও উপজেলার প্রায় সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক/প্রতিনিধিগণ।
সভায় সকলের সিদ্ধান্ত ক্রমে প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করে একটি বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড প্রদান করা হবে। শিক্ষার্থীরা উপজেলার সকল হাসপাতালে মেডিকেল অফিসারের নিকট থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সকল প্রকার ডায়াগনোসিসে ২৫% ছাড়ে সেবা নিতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার এর এই উদ্যোগ সভায় অংশগ্রহণকারী সকলেই অত্যন্ত খুশি ও আনন্দিত হয় এবং ওনারা বলেন যে আমরা আনন্দিত এই ভেবে যে বাংলাদেশে সর্বপ্রথম এই ধরনের একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প গ্রহণ করা হয়েছে যার অংশীদার হতে পেরেছি। সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে তাদের এই সিদ্ধান্তের কথা জানান।
নেতৃবৃন্দ আরো বলেন ভবিষ্যৎ সুনাগরিক গঠনে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply