
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্রী শ্রী ভৈরব ঠাকুরের গাছতলায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব গত রবিবার বিকালে দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে গীতাপাঠ করেন প্রদীপ কুমার দাশ । এতে কীর্তন পরিবেশন করেন,বালাগঞ্জের রুপম ধর, কুলাউড়ার নয়ন দাশ,সুনামগঞ্জের সজিব তালুকদার,সিলেটের রিংকু দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
কীর্তন কমিটির সভাপতি অরবিন্দু দাশ,সহসভাপতি নন্দলাল দাশ,সাধারন সম্পাদক নৃপেন্দ্র চন্দ্র পাল,বিশ্বজিত রায়সহ কীর্তন কমিটির নের্তবৃন্দের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় কমিশনার অফিসের প্রধান সহকারী সুযোগ চন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, বিশিষ্ট ব্যবসায়ী গেপেন্দ্র পাল,বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়,পার্থ পাল,লিটন দেবনাথ,নেপাল পাল, আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব,
সজল দেব,মহেন্দ্র রায়,,আশীষ কুমার পাল, সুভাষ পাল,রতন পাল,রিপন রায়,সুমন পাল,রঞ্জিত রায়,নুপুর দাশ,নির্মল পাল,জীবন চন্দসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজনসহ অনুষ্টানের প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply