1. sm.khakon@gmail.com : bkantho :
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়ালো - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়ালো

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
করোনায় মৃত-আক্রান্ত বেড়েই চলেছে

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জনে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১৫ হাজার ৪৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। আক্রান্ত হয়েছেন ১০ লাখ মানুষ। আর মারা গেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।

শনিবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিল প্রায় ২০ লাখ মানুষ। মারা গিয়েছিল আট হাজারেরও বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি নয় লাখ ১২ হাজার ৬১৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৩ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৬৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৫২ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫১ হাজার ৯৮৮ জনের।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD