1. sm.khakon@gmail.com : bkantho :
সাউথ হ্যারোর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মোঃ তাজুল ইসলাম আর নেই - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

সাউথ হ্যারোর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মোঃ তাজুল ইসলাম আর নেই

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
সাউথ হ্যারোর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মোঃ তাজুল ইসলাম আর নেই

লন্ডন থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক সিলেটের ডাক এর প্রতিষ্টাতা পরিচালক ও  জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের অন্যতম ট্রাষ্ট্রি  মিডলসেক্সের সাউথ হ্যারোর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবী মোঃ তাজুল ইসলাম আর নেই   (ইন্না…লিল্লা…হি…রাজি..উন)।

গেল ৪ জানুয়ারী ২০২৫ শনিবার  ঋদ রোগে আক্রান্ত হয়ে লন্ডন সময় ভোর চারটা ২০ মিনিটে  মিডলসেক্সের নর্থ-উইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ১৯৫২ সালে ৩৬০ আউলীয়ার অন্যতম সহচর দাওর বখশ খতিবের স্মৃতি বিজরিত  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের  দাওরাই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

তার পিতার নাম মরহুম আব্দুল জলিল। তিনি কিশোর বয়সে পরিবারের সাথে ব্রিটেনে আসেন।  ব্রিটেনে অবিভাসী হওয়ার পর  শিক্ষা জীবন সামাপ্ত করে ব্যবসা শুরু করেন। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী সেই সাথে আজীবন নিরলস ভাবে নীরবে নিভৃত্ত্বে   মানুষের সেবা করে গেছেন।

প্রতিষ্টা করেছেন সমজিদসহ অসংখ্য প্রতিষ্টান । ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন অমায়িক চরিত্রের অধিকারী। মৃত্যুকালে তিনি  স্ত্রী , দুইপুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  কয়েক বছর পূর্বে তার হার্ট সার্জারী হয় ।  ১৫ জানুয়ারী ২০২৫ বুধবার  লন্ডন সময় দুপুর এক ঘটিকায় হ্যারো সেন্টেল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাঁকে ওয়াটফোডের কারপেন্ডার পার্ক লেইন সিমিট্রিতে সমাহিত করা হয়।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছেন  তার পুত্র ইন্জিনিয়ার মাহবুব ইসলাম হানিফ, মাজিদ ইসলাম (মামুন), কন্যা সালমা ইসলাম ও সিদ্দিকা চৌধুরী, ভাগিনা হেলাল আমিন।

মোঃ তাজুল ইসলামের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী,  হ্যারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী, নিউহ্যাম কাউনসিলের কাউন্সিলার আবুল বশর,  সাংবাদিক সৈয়দ আনাছ পাশা,

সা্ংবাদিক সফিকুল ইসলাম,  সাংবাদিক বাতিরুল হক সরদার, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সেক্রেটারী আঙ্গুর আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক প্রেসিডেন্ট এম.এম.নূর, ছাতক ট্রাষ্টের সভাপতি সোনাহর আলী কয়েছ, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, কবি ও  গবেষক শামসুল আমিন, আশার কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি গবেষক দীনুল ইসলাম বাবুল,

সাবেক চেয়ারম্যান আইয়ব খান, চেয়ারম্যান আবু ঈমানী,  বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব  ও ক্যানারী ওয়ার্ফ গ্রুপের সাবেক কমিউনিটি এ্যাফেয়ার্স জাকির খান, এলাকাবাসীর পক্খ থেকে কয়েস আহমদ, আব্দুল হামিদ, আরজু মিয়া এমবিই , হ্যারো এলাকার বাসিন্দা মোঃ নূরুজ্জামান প্রমুখ। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD