1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, মালামাল জব্দ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, মালামাল জব্দ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, মালামাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত অপারেশনের  আওতায় টহল পরিচালনার সময়  ১৭ এফ এন আই ইউ এর গোয়েন্দা তথ্যের আলোকে গোপন সংবাদের  ভিত্তিতে টীম লিডারের  নের্তৃত্ব  ৬৪ ইবি বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর  এলাকায়  অভিযান চালিয়ে  মাদক ব্যাবসার অভিযোগে শফিকুর রহমান এর বাড়িতে (ক্যাপ্টেন  আশিক  ৬৪ ইবি) এর নেতৃত্বে শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর অভিযান টিম ।
জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাতে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং আর্মি ক্যাম্প অফিসার।
অভিযানকালে ২টি সিগনেচার বড় ৭৫০ এমএল, সিগনেচার ছোট ৫০০ এমএল ৫ টি, রয়েল ৫০০এমএল ২টি, ওল্ড মন্ড ১০০০এমএল ২টি,৫০০এমএল ব্লাঞ্চার ৫ টি, নবীগঞ্জ -বাউসা সড়কের মার্কেন্টাইল ব্যাংকের বিপরীতে গোডাউন থেকে সফিকুর রহমানের তথ্যের ভিত্তিতে বাংলা মদ ১৩৫০(৫ ব্যারেল) লিটার, ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ টাকা: ২৬৩০টাকা,জাল টাকাঃ ১ হাজার টাকার নোট ২ টাসহ, মদ বিক্রি করার প্লাস্টিকের খালী বোতল ৭০০ টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের মোসবীর রহমানের পুত্র ও রমাকান্ত গোপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার গোপের পুত্র।
অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী সে শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের আরও অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে অবগত করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD