নবীগঞ্জ আলোকিত ‘৯৫ ব্যাচের উদ্যেগে সংগঠনের সদস্য গণতোষ দাশের আকস্মিক মৃত্যুতে বুধবার রাত সাড়ে আটটার সময় ওসমানী রোডস্থ সার্কেল শিক্ষা ও প্রশিক্ষন কেন্দ্রে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু হুরায়রা মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের
সহ সভাপতি সাইফৃর রহমান খান,মোঃ রুবেল মিয়া,জাহাঙ্গীর বখত চৌধুরী,শামীম আহমদ,লোমেশ রঞ্জন দাশ,তোফায়েল আহমদ,কাঞ্চন বনিক,কামরুজ্জামান চৌধুরী,মোঃ সরাজ মিয়া, আবদুল্লাহ আল মামুন, সুদীপ দাশ ও প্রয়াত গণতোষ দাশের ছোটভাই অসীম দাশ।
উল্লেখ্য গণতোষ দাশ গতি ২৩ শেষ নভেম্বর শনিবার হবিগঞ্জ জেলার মিরপুর এনজিও আশার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মুত্যুকালে স্ত্রী,২ মেয়ে, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply