1. sm.khakon@gmail.com : bkantho :
বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের ‘লিজ বাতিল’ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের ‘লিজ বাতিল’

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে
বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের ‘লিজ বাতিল’
ফাইল ছবি

বেসরকারিভাবে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ চুক্তির শর্ত না মানায় বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোতে চুক্তি বাতিলসংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: নাজমুল হুদার সই করা চিঠিতে এ বছরের ৩১ ডিসেম্বর চুক্তি বাতিল হয়ে যাবে বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রানুযায়ী, যাত্রীসেবার মান বাড়াতে সরকারি পরিষেবার পাশাপাশি রেল বহরে বেসরকারি ব্যবস্থাপনায়ও কিছু ট্রেন লিজ দেয় রেলওয়ে। বাণিজ্যিক কার্যক্রমের আওতায় লিজ নেওয়া কিছু প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করে বছরের পর বছর ইচ্ছেমতো সেসব ট্রেন পরিচালনা করে আসছিল। তাদর অনিয়মের কারণে যাত্রীসেবার মান তো কমেছেই, সেইসঙ্গে ট্রেনের ছাদে যাত্রী পরিবহণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

সূত্র বলছে, এসব ট্রেনের বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ পাওয়া, যা এবার বাতিল করার উদ্যোগ নিয়েছে সরকার। জানা যায়, গত ৩ নভেম্বর লিজ বাতিল করতে রেলওয়ে থেকে একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়ায় এপ্রিল ২০১৯ সালে নতুন করে আর কোনো ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়।

চুক্তি অনুযায়ী শর্ত পালনে ব্যর্থতায় যেমন ছাদে যাত্রী পরিবহণ, অতিরিক্ত ভাড়া আদায় ইত্যাদি ক্ষেত্রে চুক্তিপত্র বাতিলের সংস্থান রয়েছে। সে মোতাবেক বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২৪টি ট্রেনের লিজ আগামী ৩১ ডিসেম্বর বাতিল হবে বলে জানানো হয়। অবিলম্বে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ট্রেনগুলো লিজ দেওয়ার কার্যক্রম নিতেও বলা হয় চিঠিতে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD