নবীগঞ্জের ইনাতগঞ্জে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার লতিবপুর এলাকার মৃতঃ ইমান উদ্দিনের পুত্র দিদার আলী (২৭), একই এলাকার মফিজ উদ্দিনের পুত্র জাহিদ (২১) ও মৃত সাহাব উদ্দিনের পুত্র বাবলু মিয়া (২৪)।
সুত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকায় কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই জের ধরে ৯ নভেম্বর শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-১৪, সিপিএসসি এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply