1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জের করগাও ইউ/পি চেয়ারম্যান পলাতক, জনসেবায় ভোগান্তি - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

নবীগঞ্জের করগাও ইউ/পি চেয়ারম্যান পলাতক, জনসেবায় ভোগান্তি

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে
নবীগঞ্জের করগাও ইউ/পি চেয়ারম্যান পলাতক, জনসেবায় ভোগান্তি
নবীগঞ্জ  উপজেলার ৭নং করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় চেয়ারম্যান অপসারণ পূর্বক জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়নের পরিষদের সদস্যসহ স্থানীয় জনগন লিখিত দাবী জানিয়েছেন।
লিখিত দাবীতে ইউপি সদস্যসহ জনগণ উল্লেখ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্বগ্রহন করেছেন। এরপর থেকে ৭নং করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা সহ আওয়ামীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৪ সালে নবীগঞ্জ উপজেলা জামায়েত  ইসলামী নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। উক্ত, মামলার প্রধান আসামী ইউ/পি চেয়ারম্যান রানা পলাতক থাকায়  প্রায় দুই মাস যাবত ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন।  তাঁর অনুপস্থিতির বিষয়টি গোপন রাখতে দুই মাস যাবত ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা কোনো কারণ ছাড়াই বন্ধ রয়েছে।
এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জনগণের সেবা নিশ্চিত ও অন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা-কে অপসারণ এবং  প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের মাধ্যমে জনভোগান্তি লাঘবসহ জনসেবা নিশ্চিত করার দাবী জানান।
ইউনিয়ন পরিষদের বাসিন্দা বুরহান উদ্দিন, মিন্টু মিয়া, ছয়দুর মিয়া, অলিম উদ্দিন৷  মুনসুর আলী সহ অনেকে জানান, চেয়ারম্যান ইউনিয়ন আসেন না। তিনি গ্রেফতার আতঙ্কে পলাতক রয়েছে। এতে সাধারণ জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ  জানান, ইউপি চেয়ারম্যান রানা পরিষদে অনুপস্থিতর  বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD