নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। সভায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে সভাপতি এম.এ. আহমদ আজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিত, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মোঃ রাকিল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, কার্য নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান চৌধুরী শামীম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ. আহমদ আজাদ ও সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দুটি মামলায় আসামী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
উক্ত সভায় হবিগঞ্জ সদর থানার একটি মামলায় এম.এ আহমদ আজাদ ও নবীগঞ্জ থানায় দায়েরকৃত অপর একটি মামলায় মোঃ সাইফুল জাহান চৌধুরীকে আসামী করা হয়। পৃথক দুটি মামলা থেকে সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে তাদের নাম প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। সেই সাথে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাতে অযথা হয়রানি মূলক পদক্ষেপ গ্রহণ না করার জন্য অনুরোধ জানান।
এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভুক্তি এবং মোঃ আশাহিদ আলী আশার সাধারণ সদস্য পদের বিষয়ে পর্যালোচনা করা হয় এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply