গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল গত (২৪ সেপ্টেম্বর)মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় গত ১ সেপ্টেম্বর ২০২৪ ইং নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-১/১৩৯, ধারা ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়া পুত্র শিপন মিয়া (৩০)।
র্যাব পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল। হত্যাকারী গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে র্যাব সদস্যদের অনেকেই ধন্যবাদ জানান।
Leave a Reply