1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে হাফিজুর খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

নবীগঞ্জে হাফিজুর খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে হাফিজুর খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের নবীগঞ্জের সঈদপুর বাজার সিএনজি  স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সিএনজি অটোরিকশা চালক ও তার সহযোগীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশা চালক হাফিজুর রহমান (৪২) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা সিলেট মহাসড়কের সঈদপুর বাজারে খুনীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে  ঘন্টাব্যাপী  সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শ্রমিক ও জনতা ৷
এসময় উভয় পাশে শতশত যানবাহন আটকা পরে চরম দুর্ভোগের সৃষ্টি হয় দূরপাল্লার যাত্রীদের৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন শ্রমিক নেতৃবৃন্দ ও জনতার একাংশ৷  জানাযায়, বিগত ২৫ আগষ্ট সন্ধ্যারাতে উপজেলার সঈদপুর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে ওই এলাকার উমরপুর গ্রামের দুই সন্তানের জনক সবার পরিচিত মুখ হাফিজুর রহমানকে ছুরিকাঘাত করে অপর সিএনজি চালক শিপন নামের যুবক৷ এতে ঘটনাস্থলেই প্রচন্ড রক্তক্ষরণ ও গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থায় অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷
সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়৷ পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ এ ঘটনায় উত্তাল হয়ে উঠেন শ্রমিক ও জনতা ৷
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন হাফিজুর নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে৷ আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD