নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুসিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া। ২৮ আগষ্ট বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের বাবুল মিয়ার পুত্র রুবেল মিয়ার সাথে শিপন মিয়ার পূর্ব বিরোধ ছিল। উল্লেখিত সময়ে নিহত শিপন মিয়া তার বাড়ি থেকে স্থানীয় ভবের বাজার যাওয়ার পথিমধ্যে পশ্চিম তিমির পুর ও পার্বশর্তী চরগাঁও গ্রামের কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানার ওসি মো: মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply