দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। যেকোন দুর্যোগ জানমালের ক্ষয়-ক্ষতি করে থাকে, এক্ষেত্রে সচেতনতাই পারে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা করতে। মানবিক দায়িত্ববোধ নিয়ে স্বস্ব অবস্থান থেকে দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে এগিয়ে আসা আমাদের সকলের উচিত।
শুক্রবার দুপুরে লাখাই উপজেলার তেঘরিয়া এসইএসডিপি মডেল হাই স্কুলে প্রজন্মের প্রতিধ্বনি কতৃক আয়োজিত হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে সৃষ্ট বন্যায় পানি বন্দিদের জন্য অনুষ্ঠিত দোয়া ও মতবিনিময় সভায় এ আহবান জানান লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান।
রেজাউল ভুইয়ার উদ্যোগে – মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা সহঃ কমিশনার (ভুমি) মাসুদুর রহমান দুস্ত মানুষের পাশে থেকে একটি সুুন্দর ও সমাজ গঠনে প্রজন্মের প্রতিধ্বনি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আবুল কামেম ভুইয়ার সঞ্চালনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাঃ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, সরকারি বৃন্দাবন কলেজের প্রভাষক রাসেল মিয়া, প্রভাষক মামুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান আমজাদ হুসেন ফুরুখ, প্রাঃশিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক মহসিন সাদেক, শফিকুল ইসলাম শফিক,শাহবাল আহমেদ জনি প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply