কোটার বিষয়ে সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের দুর্ভোগ হয়, এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।
গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থাগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। কোটার বিষয়ে সিদ্ধান্ত দেবে সর্বোচ্চ আদালত।
আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত বাস্তবসম্মত রায় দেবে আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছে। আমরাও শিক্ষার্থীদের অনুরোধ করব, শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য। তিনি বলেন, তারা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা তো সে বিষয়ে কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম! আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না। আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। আশা করি, আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেল কিনা, তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কী করা হবে, এখনই এসব বলা সমীচীন হবে না, আপাতত আমরা এটা ভাবছি না। এ সময় সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে আমাদের যোগাযোগ আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচিরেই সমস্যার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার প্রসঙ্গ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে আজই (বুধবার) দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে তার রাতযাপনের কথা ছিল।
কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকায় আছেন। তিনি কিছুটা অসুস্থ, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতেই দেশে ফিরে আসছেন। অনেকেই এটা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply