ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউপির বিদ্যাকুটে পুকুরের পানিতে নেমে কচুরিপানা তুলতে গিয়ে আপন দুই (২) চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত দুই শিশুকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পুকুরে ভাসমান দুটি লাশ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বুধবার দুপুরে (২৭-০৩-২৪) বাড়ির পাশবর্তী পুকুরের পানিতে নেমে কচুরিপানা তুলতে গিয়ে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজা মনি(৬) ও তার চাচাতো বোন আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়ার (৫) লাশ ভেসে উঠে। দুই জন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply