বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, এডভোকেট আসাদুজ্জামান খান প্রমুখ।
এছাড়া ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম খলিলুর রহমান রাজুসহ বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, প্রতিটি দ্রব্যের মুল্য জানা ভোক্তার অধিকার। তাই কাপড়, মুদিমাল, কাঁচামাল, মাছ, মাংস থেকে থেকে শুরু করে প্রতিটি পন্যের মুল্য প্যাকেট অথবা মুল্য তালিকায় লিখে রাখতে হবে।
এছাড়া কৃত্রিম সংকট তৈরী করে সরকারের নির্ধারিত মুল্য থেকে বেশী দামে পন্য বিক্রি করা আইনত দন্ডনিয় অপরাধ। আর আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply