“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মাট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। রবিবার (১০ ই মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় মিলিত হয়। উক্ত সভায় সভাপত্বি করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ফায়ার সার্ভিস অফিসার মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর খাঁন, পিআইও অফিসের অফিস সহকারী তাহের মিয়া, বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সচেতনতা মূলক কর্মসূচী হিসাবে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply