নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম.এ.আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এম.এ মোহিত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য রাকিল হোসেন, শাহ্ সুলতান আহমেদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, আশাহিদ আলী আশা, এম.মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম।
সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামী করায় নিন্দা জানানো হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়।
এছাড়া নবীগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য নতুন জায়গায় অফিস নির্মাণ, বনভোজন এবং প্রবাসী সাংবাদিককে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply