মহসিন সাদেক লাখাই ( হবিগঞ্জ)ঃ হবিগঞ্জের লাখাইয়ে ষাটোর্ধ বৃদ্ধা ফুলজাহান বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন ফুলজাহান বেগমের পুত্র বধু সুমাইয়া।
পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলে শুক্রবার ( ২ ফেব্রুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য প্রেরণ করা হয়, এসময় সুমাইয়া তার শ্বাশুড়ি ফুলজাহান বেগম (৬২) কে বসতঘরে শাড়ি কাপড়ের ডোরা (পাইর) দ্বারা গলায় পেচিয়ে হত্যা করে এবং মৃতদেহ গুম করতে বাড়ীর পাশে ডোবার কচুরিপানার রাখে বলে জবানবন্দি দেয়।
উল্লেখ্য নিখোঁজ হওয়ার ২ দিনগত ৩০ জানুয়ারি বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয় ফুলজাহানের লাশ, পরে ফুলজাহানের মেয়ে তানজিনা বেগম বাদী হয়ে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে, এরই প্রেক্ষিতে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম- সেবা)এর নির্দেশে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামে লাখাই থানা পুলিশ।
সুমাইয়া আক্তার (২২) ফুলজাহানের ছেলে মহিবুল হাসানের স্ত্রী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply