নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, এম.মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রম‚খ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী মার্চ মাসে গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক নতুন সদস্য অর্ন্তভুক্তি জন্য আবেদন গ্রহনের সিন্ধান্ত নেয়া হয়। পরে সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ সালের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।
পরে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের হাতে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন গঠণতন্ত্র তুলে দেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান মোঃ ফজলুর রহমান, সদস্য মোহাম্মদ নাহিজ, রাসেল চৌধুরী, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply