নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সামন্ত দেব (৪১) নামে এক ব্যবসায়ীকে মারধর ও তার পরিবারের সদস্যদেরকে খুন-জখমের হুমকি প্রদান করেছে বানিয়াচং উপজেলার নোয়াগাঁও এলাকার মৃত শফিক মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২) নামের ব্যক্তি ও তার লোকজন । এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন সামন্ত দেব ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ঐ ব্যক্তি। অভিযোগ বিবরনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর এলাকার সমরেন্দ্র দেবের পুত্র সামন্ত দেব (৪১) নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ নূরজাহান কমপ্লেক্সে দীর্ঘদীন ধরে ব্যবসা করে আসছেন।
২১ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান থেকে বাসায় রওয়ানা দিয়ে শেরপুর রোডস্থ মিম্বর টাওয়ারের সামনে পৌছামাত্র রাসেল মিয়া গংরা ২/৩ জন যুবক মিলে তাকে ঝাপটে ধরে কিল ঘুষি মেরে নানা লিলাফুলা জখম করে গুরুত্বর আহত করে। এ সময় তার শুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
রাসেল গং লোকজনের হুমকিকর সামন্ত দেব ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ বিষয়ে তিনি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনশৃংখলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য আগে গত ১৭ ফেব্রুয়ারী রাসেল ও তার সঙ্গীরা নবীগঞ্জ শহরের শেরপুর রোডে আদিত্যপুর গ্রামের সালেক মিয়া নামের একজনকে মারধর ও নানান হুমকি দামকি প্রদান করে। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এস আই বিজয় দেব নাথ।
Leave a Reply