উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আযোজনে লাখাইয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩ । কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ শারিরিক খসরত, প্রীতি ফুটবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান , বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা।
মনোজ্ঞ অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুরর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড: সালেহ আহমমদ,বীর মুক্তিযোদ্ধা অব: সেনা সদস্য কেশবচন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার, ভাইসচেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম, ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, সাংবাদিক আবুল কাসেম, আলী নোয়াজ প্রমুখ।
এর আগে শনিবার ভোরে উপজেলা প্রশাসনিক চত্বরে হ্যালিপ্যাড মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সুচনা ঘটে,এবং ৬ টার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও কৃষ্ণপুর বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ সহ বিভিন্ন সমাজিক সংগঠন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply