1. sm.khakon@gmail.com : bkantho :
জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আ’লীগ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আ’লীগ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আ’লীগ
জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আ’লীগ। ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টিসহ শরিকদের নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, ‘কাকে কয়টি আসন ছাড়া হবে, বিকেল ৪টার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে’।

আওয়ামী লীগ প্রার্থিরা কয়টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, এমন প্রশ্নে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের সভাপতির চিঠির মাধ্যমে প্রার্থিরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। একটু অপেক্ষা করেন, সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

তিনি আরো বলেন, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ‘ভাগাভাগি’ বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২ শ’ প্রার্থী আছে, সে নির্বাচন কিভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

জাতীয় পার্টি ও ১৪ দলের সাথে সমঝোতা হয়েছে এমন ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রদবদল যা হওয়ার এই চার ঘণ্টার মধ্যেই হয়ে যাবে। তাদের সাথে আমাদের বারবার কথাবার্তা হয়েছে। শুধু আসন বণ্টন নিয়ে নয়; সমসাময়িক রাজনৈতিক আরো বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই। তারাও চায় দেশ স্থিতিশীল থাকুক।’

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD