দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত তিন বারের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে বানিয়াচং উপজেলা সদরের জননী কমিউনিটি সেন্টারে সংসদীয় আসনের অন্তত ২ হাজার নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন।
পরে তিনি মোনাজাতের মধ্যদিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন। এসময় উল্লেখ যোগ্যদের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তজম্মুল হক চৌধুরী, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, লন্ডন প্রবাসী বীরমুক্তিযোদ্ধা মোঃ আমীর খান, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনুয়ার হোসেন,
এরশাদ আলী, মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মুতাক্কিম বিশ্বাস,উপজেলা যুবলীগ নেতা ছায়েব আলী, শাহজাহান মিয়া, সাহিবুর রহমান, স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল, মাহমুদ হোসেন খান মামুনসহ বিভিন্ন ই্উনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতাকর্মী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply